Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ হেলপারের মৃত্যু


৩ মার্চ ২০২০ ১০:০৪

গাজীপুর: সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপের হেলপার নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে পোড়াবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ হেলপারের নাম ইমন (১৮)। তার বাড়ি ময়মনসিংহের পূর্বধলা এলাকায়। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন জানান, সকাল ছয়টার দিকে ঢাকাগামী সবজিবাহী একটি পিকআপ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন দিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকের পাশে থাকা ইমনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এছাড়া দুর্ঘটনায় আহত হয় আরও দুইজন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের সামনের অংশ কেটে ইমনের লাশ উদ্ধার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। নিহতের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ট্রাক পিকআপ হেলপার নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর