Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নেতা রাকিব হত্যা: শিবিরকর্মী নজরুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত


৩ মার্চ ২০২০ ০৯:৩০ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১১:৪১

প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি মো. নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে উপজেলার আমানুল্যাপুর ইউনিয়নের জনকল্যাণ হাই স্কুল মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত নজরুল শিবিরের কর্মী, সে রাকিব হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলো। এছাড়া তার বিরুদ্ধে আরও দু’টি মামলা রয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া বন্দুকযুদ্ধে পুলিশের ৬ সদস্য আহত হয়েছে বলেও জানানো হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, গত রোববার রাতে আমানুল্যাপুর ইউনিয়নের পলোয়ান পুল বাজারে ছাত্র শিবির কর্মীদের হামলায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ পাঁচ জন গুরুতর আহত হয়। পরে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব হোসেনের মৃত্যু হয়।

শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু, গ্রেফতার ৪

তিনি আরও জানান, এ ঘটনায় রাকিবের মায়ের দায়ের করা মামলার আসামিদের ধরতে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে বের হয়। এ সময় আমানুল্যাপুর ইউনিয়নের জনকল্যাণ মাঠে শিবির ক্যাডার নজরুল ইসলাম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে শিবির ক্যাডাররা পিছু হঠলে, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

নিহত নজরুল রাকিব হোসেন হত্যা মামলার ২ নম্বর আসামি জানিয়ে ওসি বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া বন্দুকযুদ্ধের ঘটনায় থানায় হত্যা, অস্ত্র, এবং পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, রোববার রাতে ইউনিয়নের নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পলোয়ানের পুল বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের কর্মীরা। রাত ৮টার দিকে হঠাৎ শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করে এবং দোকানে ঢুকে ছাত্রলীগের কর্মীদের কুপিয়ে আহত করে। এদের মধ্যে রাকিব ও হাবিবের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতে রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাবিবকে ঢাকা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিবের কিডনি, লিভার ও পাকস্থলিতে গুলি লেগেছিল। পরে সোমবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়।

ছাত্রলীগ নেতা ছাত্রশিবির বন্দুকযুদ্ধ শিবির

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর