ডিএফপির নতুন মহাপরিচালক গোলাম কিবরিয়া
২ মার্চ ২০২০ ২২:৩১ | আপডেট: ২ মার্চ ২০২০ ২২:৩৫
ঢাকা: স ম গোলাম কিবরিয়াকে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিএফপির পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (২ মার্চ) তথ্য মন্ত্রণালয় প্রশাসনিক কাজের স্বার্থে গোলাম কিবরিয়ার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে।
সর্বশেষ মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইসতাক হোসেন। তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য ছিল। এখন থেকে এই পদে দায়িত্ব পালন করবেন গোলাম কিবরিয়া।
তথ্য ক্যাডারের কর্মকর্তা স ম কিবরিয়া এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।