Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু, গ্রেফতার ৪


২ মার্চ ২০২০ ১৭:০৫

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলার আমানুল্যাপুর ইউনিয়নের পলোয়ানের পুল বাজারে শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাকিব মারা গেছেন। সোমবার (২ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী রাকিবের পরিবারের উদ্বৃতি দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিকালে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো- কৃষ্ণপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ফারুক আহম্মদ (৪২), একই গ্রামের নূরনবীর ছেলে মাসুদ আলম (৩০), জয় নারায়নপুর গ্রামের আনোয়ার উল্যার ছেলে আকরাম হোসেন (২৪) ও ইব্রাহীম (৩০)।

এর আগে, রোববার রাতে ইউনিয়নের নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পলোয়ানের পুল বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের কর্মীরা। রাত ৮টার দিকে হঠাৎ শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করে এবং দোকানে ঢুকে ছাত্রলীগের কর্মীদের কুপিয়ে আহত করে। এ সময় হাবিব নামে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়।

ছাত্রলীগ কর্মীর মৃত্যু নোয়াখালী শিবিরের হামলা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর