তালিকা চূড়ান্ত, ভোটার ১০ কোটি ৯৮ লাখ
২ মার্চ ২০২০ ১৬:৩১ | আপডেট: ২ মার্চ ২০২০ ১৬:৩৬
ঢাকা: চূড়ান্ত তালিকায় সারাদেশের মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন, নারী ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন। হালনাগাদ তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন ভোটার। এবারই প্রথম ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৩৬০ জন হিজড়া।
সোমবার (২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এসব কথা বলেন।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। ইসি সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।
এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবশেষ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই সময়কার চূড়ান্ত তালিকায় মোট ভোটার ছিলেন ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন। পরের বছরের হালনাগাদ তালিকায় ভোটার সংখ্যা বাড়লো ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন।
টপ নিউজ ভোটার ভোটার তালিকা ভোটার দিবস সিইসি কে এম নুরুল হুদা