Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সীমান্ত হত্যা বন্ধে উভয় দেশকেই দায়িত্বশীল হতে হবে’


২ মার্চ ২০২০ ১৬:২১

ঢাকা: ‘সীমান্তজুড়ে ঘনবসতি এবং অপরাধমূলক কার্যক্রমের জন্যই সীমান্তে হত্যার মতো ঘটনা ঘটছে। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ-ভারত দুই দেশের জনগন সমানভাবেই এই হত্যার শিকার হচ্ছে। এই হত্যা বন্ধ করতে হলে দুই দেশের সীমান্তনক্ষী বাহিনীকে আরো সজাগ এবং দুই দেশকেই আরও দায়িত্বশীল হতে হবে।’

সোমবার (২ মার্চ) ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। এর আগে, তিনি দুই দেশের সম্পর্ক নিয়ে বিস (বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ) আয়োজিত সেমিনারে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা দুই দেশের সম্পর্কের জন্য ভালো না। এই হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে সীমান্তজুড়ে ঘনবসতি এবং প্রচুর মানুষের বসবাস। পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড সীমান্তে হত্যার জন্য দায়ী। সীমান্তে হত্যাকাণ্ড যাতে না হয়, এজন্য দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে নিশ্চয়তা দিতে হবে। সীমান্তে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটা মানে হচ্ছে সমস্যার সৃষ্টি করা। শুধু তাই নয় যে কোনো হত্যাই ইতিবাচক ঘটনা নয়।’

বঙ্গবন্ধু উপমহাদেশের মুক্তির প্রতীক: ভারতের পররাষ্ট্র সচিব

এই হত্যাকাণ্ড বন্ধে উভয় দেশকেই দায়িত্বশীল আচরণ করতে হবে জানিয়ে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘আর সীমান্তে শুধু বাংলাদেশের নাগরিকই হত্যার শিকার হচ্ছে না। পরিসংখ্যান অনুযায়ী, দুই দেশের জনগণই সমানভাবেই সীমান্তে হত্যার শিকার হচ্ছেন।’

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা হর্ষ বর্ধন শ্রিংলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর