যশোরে শেষ হলো পাঁচ দিনের তথ্য অধিকার ক্যাম্প
২ মার্চ ২০২০ ১৫:০০ | আপডেট: ২ মার্চ ২০২০ ১৫:০২
যশোর: যশোরে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত পাঁচ দিনব্যাপি তথ্য অধিকার ক্যাম্প রোববার (২ মার্চ) শেষ হয়েছে।
নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এমআরডিআই ও জাগ্রত নাগরিক কমিটি-জানাকের যৌথ উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি এ কার্যক্রম শুরু হয়। স্থানীয় ভোজগাতি ইউনিয়নের ৩০ নারী-পুরুষ এই তথ্যক্যাম্পে অংশ নেন।
প্রশিক্ষণ পেয়ে খুশি ক্যাম্পে অংশগ্রহণকারীরা। এর মাধ্যমে তারা জানতে পেরেছেন যে দেশের সব নাগরিকেরই তথ্য জানার অধিকার আছে। এখন বিষয়টি নিয়ে অন্যদেরকেও তারা সচেতন করতে পারবেন।
এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, ‘তথ্যে নাগরিকের প্রবেশাধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। তবে শুধু আমাদের একার পক্ষে এটা সম্ভব না। এর জন্য সারাদেশের উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে।’