Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আগুনে পুড়ে দুজনের মৃত্যু


২ মার্চ ২০২০ ০৯:০২ | আপডেট: ২ মার্চ ২০২০ ১০:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি কলোনিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন।

রোববার (১ মার্চ) গভীর রাতে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় হাজী জহিরুল ইসলামের সেমিপাকা কলোনিতে এই আগুন লাগার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার মোহন (৩৫) ও চাঁদপুরের জাকির হোসেন (৩৫)।

চট্টগ্রামে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুনে দগ্ধ কবির হোসেন নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, কলোনিতে বেশকিছু ব্যাচেলর বাসা ও সামনে দোকানপাট আছে। রাত ১টা ২৫ মিনিটে ওই কলোনিতে আগুনের সূত্রপাত হয়। মূল গেইটে আগুন ছড়িয়ে পড়ায় ব্যাচেলর বাসার ভেতর আটকা পড়েন মোহন, জাকির ও কবির। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মোহন ও জাকিরের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়।

তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কলোনিতে আগুন চট্টগ্রামে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর