মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
২ মার্চ ২০২০ ০০:০২
ঢাকা: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী ।
রোববার (০১ মার্চ) লেখা এই চিঠিতে শেখ হাসিনা আশা করেন দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বেশি জোরদার হবে।
চিঠিতে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে লেখেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া আপনার কাজের প্রতি নিষ্ঠা ও দায়বদ্ধতার স্বীকৃতি। মালয়েশিয়ার জনগণ আপনার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে বাংলাদেশের জনগণ তাতে পূর্ণ সমর্থন দিচ্ছে।’
শেখ হাসিনা স্বাধীনতার সময়কাল উল্লেখ করে জানান, ১৯৭১ সাল থেকে মালয়েশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। পররাষ্ট্রনীতিতে উভয় দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়নে দুদেশ প্রতিশ্রুতি-বদ্ধ। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে সুযোগের জন্যও ধন্যবাদ জানান শেখ হাসিনা।
রোহিঙ্গা সংকটে পাশে থাকায় মালয়েশিয়ার কাছে কৃতজ্ঞ জানিয়ে শেখ হাসিনা চিঠিতে লেখেন, ‘বাংলাদেশে আশা করে মিয়ানমারের ওপর এই চাপ অব্যাহত থাকবে যাতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হয়।’
এছাড়া, মুজিববর্ষ উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয় চিঠিতে।
অভিনন্দন বার্তা টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া মুহিউদ্দিন ইয়াসিন