জার্মানিতে কোভিড-১৯ আক্রান্ত ১১৭
১ মার্চ ২০২০ ২২:২২ | আপডেট: ১ মার্চ ২০২০ ২২:২৪
জার্মানিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১৭। রবিবার (১ মার্চ) রবার্ট কোচ ইন্সটিটিউট ফর ডিসিজ কন্ট্রোল এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জার্মান সরকারের একটি ক্রাইসিস কমিটি আন্ত-সীমান্ত সফর সীমিত করতে দিকনির্দেশনা প্রস্তুত করেছে। সেইসঙ্গে বাতিল করা হয়েছে। বড় আকারের আন্তর্জাতিক অনুষ্ঠানগুলো। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ঠাণ্ডা-কাশির লক্ষণ আছে এমন কাউকে জনসমাগমের কোন অনুষ্ঠান এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন।
জার্মানিতে আক্রান্তদের মধ্যে অর্ধেক সংখ্যক উত্তরের রাইন-ওয়েস্টফালিয়াতে, যা দেশটির সবথেকে জনবহুল অঙ্গরাজ্য। সোমবার সেখানকার স্কুল ও ডে-কেয়ার সেন্টারগুলো বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহফার বিল্ড অ্যাম সোনট্যাগ সংবাদপত্রকে বলেছেন, বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।
সংক্রমণ প্রতিহত করতে আক্রান্ত শহর বা এলাকাগুলো লকডাউন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে সিহফার বলেন, ‘সেটা হবে সর্বশেষ বিকল্প।’