Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার জাতীয় ভোটার দিবস


১ মার্চ ২০২০ ২১:২৮

ঢাকা: ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’- এই প্রতিপাদ্যে সোমবার (২ মার্চ) সারাদেশে পালিত হবে জাতীয় ভোটার দিবস। জাতীয় ভোটার দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কর্মসূচির মধ্যে রয়েছে- বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (১ মার্চ ) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইসরাইল বলেন, ‘জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার সকাল আটটায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হবে। বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসের চৌধুরী এবং ইসি সচিব মোহাম্মদ আলমগীর উপস্থিত থাকবেন।’

ইসি সূত্র জানায়, ২০১৯ সালের ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হলেও এবার ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। গত ২৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সময়সূচির আইন সংশোধনসহ সংসদে পাস হয়েছে। এতে করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন করা হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা প্রকাশের সময়সূচি ২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি করার পরিবর্তে ২ জানুয়ারি থেকে ২ মার্চ করা হয়েছে। সে অনুযায়ী আগামীকাল ২ মার্চ জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেইসঙ্গে এদিন প্রত্যেক উপজেলার জন্য কমপক্ষে ১০ জন ভোটারের মাঝে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ২০ জানুয়ারি নির্বাচন কমিশন থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত খসড়া তালিকা অনুযাযী দেশে মোট ভোটার ছিল ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ভোটার ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন। এছাড়া হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার রয়েছেন ৩৫৩ জন।

২ মার্চ নির্বাচন কমিশন ভোটার দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর