Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৫৪


১ মার্চ ২০২০ ১৯:৫৩ | আপডেট: ২ মার্চ ২০২০ ০৪:১১

কোভিড-১৯ বা করোনাভাইরাস আক্রান্ত হয়ে ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। রবিবার (১ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

শনিবার একদিনেই ১১ জনের মৃত্যুর খবর আসে। সেই সঙ্গে নতুন আক্রান্ত হন ৩৮৫ জন। সব মিলিয়ে এখন দেশটিতে ৯৭৮ জন আক্রান্ত হয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, কয়েকটি শহরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মাশহাদ, যে শহরটিতে রয়েছে ইরানের শিয়া সম্প্রদায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান যেখানে গোটা ইরান থেকে অসংখ্য মানুষ গিয়ে থাকেন।

এমন তীর্থস্থানগুলো বন্ধে ইরান সরকারের আহ্বান সবাই অনুসরণ করেনি। মাশহাদের তীর্থস্থানটি এমন একটি। সরকারের আহ্বান উপেক্ষা করে সেটা চালু রয়েছে।

রবিবারের সংবাদ সম্মেলনে জাহানপুর বলেন, ‘গোটা ইরান জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে।’

নতুন আক্রান্ত ৩৮৫ জনের মধ্যে ১৭০ জনই রাজধানী তেহরানে যেখানে টানা দ্বিতীয় সপ্তাহের জন্য স্কুল ও প্রেক্ষাগৃহগুলো বন্ধ রয়েছে। গণপরিবহন ও মেট্রোসেবা এখনও চালু রয়েছে।

মন্ত্রণালয় মুখপাত্র আরও জানান, মারকাজি প্রদেশে প্রথমবারের মতো ৪৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টিভি রবিবার জানিয়েছে, উত্তরের গিলান প্রদেশের রাজধানী রাশত থেকে ও রাশতের উদ্দেশে সকল ফ্লাইট বন্ধ করা হয়েছে। তবে এর পেছনে কোন কারণ উল্লেখ করা হয় নি। তবে, তেহরানের পর সবথেকে বেশি আক্রান্ত হয়েছে গিলানে। তেহরান ও কোম শহরে সবথেকে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন।

ইরানের রেভোলিউশনারি গার্ড জানিয়েছে, তারা কোম ও রাশত শহর দুটিতে স্থানান্তরযোগ্য হাসপাতাল স্থাপন করার পরিকল্পনা করছে। সরকারী গণমাধ্যমগেুলো প্রচারিত বিভিন্ন ছবিতে দেখা গেছে কয়েকটি শহরে সংক্রমণমুক্ত করার প্রচেষ্টায় তৎপর রয়েছে রেভোলিউশনারি গার্ড।

বিজ্ঞাপন

বাহিনীর মেডিকেল কলেজ প্রধান আলি রেজা জালালি রাষ্ট্রীয় টিভিতে বলেন,‘ইরান কঠিন ও ভয়ঙ্কর এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’ তিনি দাবি করেন তাদের বাহিনী প্রাণঘাতী এ ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য গবেষণা করছে।

করোনাভাইরাসের কোন টিকা এখনও আবিষ্কার হয় নি। সারাবিশ্বে এ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন।

ইরানে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে সাতজন সরকারী কর্মকর্তা। এদের মধ্যে একজন ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র একজন কর্মকর্তা আছেন।

ইরানে প্রথম করোনা সংক্রমণের খবর আসে ১৯ ফেব্রুয়ারি। ওইদিনই বয়স্ক দুই ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১১০০ মানুষ আক্রান্ত হয়েছেন। এগুলোর বেশিরভাগ সংক্রমণের সূত্রপাত ইরানে। ইরান থেকে সংক্রামিত হওয়া রোগীদের মধ্যে রয়েছে কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক।

সংযুক্ত আরব আমিরাতে রবিবার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া সকল নার্সারি শিক্ষা প্রতিষ্ঠান দু’সপ্তাহের জন্য বন্ধ করা হয়। আর কুয়েত ১২ মার্চ পর্যন্ত সকল স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

গেল ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়ার পর সারা বিশ্বের এখন পর্যন্ত ৮৬ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯ শ’র বেশি। চীনের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইরানে। চীনে প্রায় ৮০ হাজার আক্রান্তের মধ্যে ২৮৭০ জন মারা গেছেন।  ইরানে সংক্রমণ বাড়ার পর দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলো ইতোমধ্যে ইরানিদের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানে তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

বিজ্ঞাপন

ওদিকে, সৌদি আরব ভাইরাসটির সংক্রমণ রোধে মক্কা মদিনা শহরকে বিদেশি হজ ও ওমরাহযাত্রীদের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আগেই। সেই সঙ্গে চীন ও ইরান থেকে ও দেশদুটি থেকে সকল প্রকার ফ্লাইট বন্ধ করেছে সৌদিআরব। অবশ্য এখনও কোন সংক্রমণের খবর আসেনি সৌদি আরব থেকে।

ইরান করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর