Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজব-গণপিটুনি রোধে হাইকোর্টের ৫ নির্দেশনা


১ মার্চ ২০২০ ১৯:১৪ | আপডেট: ২ মার্চ ২০২০ ০৮:৪৪

ঢাকা: গুজব ছড়িয়ে গণপিটুনির নামে মানুষ হত্যা বন্ধে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। রোববার (১ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন।

রাজধানী ঢাকার বাড্ডাতে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় জারি করা রুলের শুনানি শেষে এ সব নির্দেশনা দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

হাইকোর্টের পাঁচ দফা নির্দেশনা হলো

১. পুলিশের প্রত্যেক সার্কেল অফিসার (এএসপি) তার অধীনের প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ৬ মাসে অন্তত একবার গণপিটুনি প্রবণতার বর্তমান অবস্থা নিয়ে বৈঠক করবেন।

২. গণপিটুনির বিরুদ্ধে সচেনতা তৈরির লক্ষ্যে গণমাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রচার কার্যক্রম অব্যাহত রাখবে।

৩. সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের অডিও, ভিডিও, খুদে বার্তা যা গুজব সৃষ্টি বা গণপিটুনিতে মানুষকে উত্তেজিত করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা বন্ধের ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি যে দুষ্কৃতকারীরা এই কাজে জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

৪. যখনই গণপিটুনির কোনো ঘটনা ঘটবে কোনোরকম দেরি না করে তখনই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফআইআর নিতে বাধ্য থাকবে এবং তা সংশ্লিষ্ট পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করবেন।

৫. গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় ঢাকার জেলা শিক্ষা অফিসার এবং উত্তর বাড্ডা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অবহেলার ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

গত বছরের ২৬ আগস্ট গণপিটুনিতে নিহতদের জীবন রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতায় রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চান আদালত।

বিজ্ঞাপন

একটি গুজবকে কেন্দ্র করে ২০ জুলাই রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুকে হত্যার প্রেক্ষাপটে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে রিটটি দায়ের করেন। পরে আদালত রুল জারি করেন।

পদ্মা সেতু নিয়ে একটি গুজবকে কেন্দ্র করে দেশজুড়ে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটে। গত বছরের ২০ জুলাই মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে রাজধানীর উত্তর বাড্ডায় সরকারি প্রাথমিক স্কুলে যায় রেনু। সেখানে তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়। বিষয়টি দেশব্যাপী চাঞ্চল্যের জন্ম দেয়।

আরও পড়ুন

রেনু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ মার্চ
গুজব ছড়িয়ে রেনু হত্যা: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
ছেলেধরা গুজবে রেনু হত্যা: আরও ৫ আসামি রিমান্ডে
রেনু হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে হৃদয়
রেনু হত্যা: এখনও বীভৎসতার আতঙ্ক কাটেনি বাড্ডার শিশুদের
রেনু ছেলেধরা এমন গুজব ছড়ানো নারী আটক
হৃদয়সহ ১০-১৫ জন তালা ভেঙে রেনুকে বাইরে আনে

গণপিটুনি গুজব রেনু হত্যা হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর