ঢাকা চায় দিল্লিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক
১ মার্চ ২০২০ ১৮:৫৯ | আপডেট: ১ মার্চ ২০২০ ২০:৩৯
ঢাকা: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ঘিরে ভারতের রাজধানী দিল্লি এখনো থমথমে, বিরাজ করছে আতঙ্ক। এমন অবস্থায় দিল্লির ওপর নজর রাখছে ঢাকা। পাশাপাশি ঢাকা আশা করছে, নরেন্দ্র মোদির সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে এবং সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) গণমাধ্যমকর্মীদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন রোববার (১ মার্চ) দিল্লির অবস্থা সম্পর্কে বলেন, বিষয়টি দেখছি। আমরা চাইব যে ভারতের সরকার বিষয়টি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে,। এটাই আমাদের প্রত্যাশা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিএএ ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে হিন্দু-মুসলিম সংঘাতে অন্তত ৩৮ জন মারা গেছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে দুইশ। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৪৮টি মামলা দায়ের হয়েছে এবং আটক বা গ্রেফতার হয়েছেন পাঁচ শতাধিক।
এদিকে, সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানী দিল্লির শাহীনবাগে দুই মাস ধরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার (২৯ ফেব্রুয়ারি) স্থানীয় হিন্দু সেনা ওই আন্দোলনকারীদের সরিয়ে রাস্তা খুলে দেওয়ার ঘোষণার পর অনভিপ্রেত পরিস্থিতি ঠেকাতে রোববার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি ট্রাম্পের ভারত সফরের সময়ই দিল্লিতে শুরু হয় সিএএ সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি মিছিল ও সংঘর্ষ। কয়েক দশকের মধ্যে এটিই দিল্লিতে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।
এনআরসি টপ নিউজ দিল্লি নরেন্দ্র মোদি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সিএএ