Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়া মেলেনি ইসি’র আদেশে, পোস্টার-ব্যানার সরালেন ম্যাজিস্ট্রেটরা


১ মার্চ ২০২০ ১৮:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন জেলা প্রশাসনের পাঁচ ম্যাজিস্ট্রেট। প্রথমদিনে ম্যাজিস্ট্রেটদের নির্দেশে নগরীর ১৫টি ওয়ার্ডে বিভিন্ন প্রার্থী বা তাদের পক্ষে লাগানো পোস্টার-ব্যানার অপসারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন গত ২৪ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে যাদের নামে পোস্টার-ব্যানার লাগানো হয়েছে, তাদের নিজ নিজ উদ্যোগে সেগুলো খুলে নেওয়ার জন্য বলেছিল। অন্যথায় আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল কমিশন। কিন্তু তাদের সেই নির্দেশনা প্রতিপালনে তেমন সাড়া মেলেনি। নগরজুড়ে প্রার্থীদের পোস্টার-ব্যানারে সয়লাব এখনও।

বিজ্ঞাপন

এ অবস্থায় পাঁচ ম্যাজিস্ট্রেট নির্বাচনি আচরণ বিধিমালা মনিটরিং শুরু করেছেন। এরা হলেন- নগরীর আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুস সামাদ শিকদার, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এবং জেলা প্রশাসনে দায়িত্বরত তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আকতার, মো. উমর ফারুক এবং ফাহমিদা আফরোজ।

পুলিশসহ পৃথক পাঁচটি টিম নিয়ে ম্যাজিস্ট্রেটরা নগরীর সরাইপাড়া, চকবাজার, বাগমনিরাম, জামালখান, এনায়েতবাজার, উত্তর পাঠানটুলি, উত্তর আগ্রাবাদ, দক্ষিণ আগ্রাবাদ, পাঠানটুলি, পশ্চিম মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়ি, আলকরণ, গোসাইলডাঙ্গা, উত্তর-মধ্যম হালিশহর এবং দক্ষিণ-মধ্যম হালিশর ওয়ার্ডে পরিদর্শন করেন।

সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে আমরা দেওয়ালে, খুঁটিতে এবং দড়ি দিয়ে ঝুলানো অবস্থায় পোস্টার-ব্যানার ও ফেস্টুন দেখেছি। এটা স্পষ্টতঃ নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়েছে। আমরা সেগুলো অপসারণ করেছি। প্রথমদিনে কোনো মামলা করিনি। তবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আচরণ বিধিমালা লঙ্ঘন দেখলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

আচরণ বিধিমালা চট্টগ্রাম সিটি করপোরেশন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর