Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপিয়ার ২ সহযোগী ফের রিমান্ডে


১ মার্চ ২০২০ ১৮:২৫

শামীমা নূর পাপিয়া, ফাইল ছবি

ঢাকা: মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে গ্রেফতার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়ার দুই সহযোগীকে ফের পাঁচদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (১ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন এ আদেশ দেন। আসামিরা হলেন সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা নূর।

এর আগে, ওই দুই আসামি পাঁচদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে রোববার তাদের আদালতে হাজির করা হয়। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম আসামিদের আরও ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের পাঁচদিন করে রিমান্ডে পাঠান।

এ সময় আসামিদের পক্ষে আইনজীবী মীর মো. শাখাওয়াত হোসেনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুইজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ এ দুই আসামির এ মামলায় পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পাপিয়া মাদক শেখ তায়্যিবা নূর সাব্বির খন্দকার