Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানহানির মামলায় খালেদা জিয়া-গয়েশ্বরের চার্জ শুনানি ৫ এপ্রিল


১ মার্চ ২০২০ ১৭:৫৯

ঢাকা: মানহানির একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ এপ্রিল ধার্য করেছেন আদালত।

রোববার (১ মার্চ) মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল, কিন্তু এদিন হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। এজন্য তার পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদার চার্জশুনানি পেছানোর আবেদন করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, গয়েশ্বর চন্দ্র রায়ও অসুস্থ থাকায় তার পক্ষে সময় আবেদন করেন খোরশেদ মিয়া আলম। শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির এ তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) তো বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। আজ বলা হয়, এত শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ ওই বছরের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রিজভী আহমেদ’ শীর্ষক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে গয়েশ্বরের বক্তব্যের প্রসঙ্গও মামলায় উল্লেখ করা হয়।

কারাবন্দি খালেদা জিয়া গয়েশ্বর চন্দ্র রায় মানহানির মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর