Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্পিত সম্পত্তির না-দাবি জমি দ্রুত নিষ্পত্তির সুপারিশ


১ মার্চ ২০২০ ১৭:৫৬

ঢাকা: অর্পিত সম্পত্তির যেসব জমির কোনো দাবি নেই সেগুলো দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি। রোববার (১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের অধীন হিসাব নিয়ন্ত্রকের (রাজস্ব) কার্যাবলী এবং ভূমি সেবা প্রদান কার্যক্রমকে সহজীকরণের জন্য সাব-রেজিস্ট্রারের কার্যালয়কে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া মাঠ পর্যায়ে স্বচ্ছতা আনার লক্ষ্যে ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার জন্য সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

এদিকে সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে ভাওয়াল রাজ এস্টেটে মোট জমির পরিমাণ, দখল-বেদখলের পরিমাণ এবং এ বিষয়ে মামলার পরিমাণের তথ্য কমিটিতে উপস্থাপনের সুপারিশ ও কমিটি কতৃর্ক নীলফামারী গুচ্ছগ্রাম প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. আনোয়ারুল আজীম, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মো. আমিনুল ইসলাম অংশ নেন। এর বাইরে ভূমি মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়্যারম্যান (সচিব) ও ভূমি আপিল বোর্ডের চেয়্যারম্যান, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্পিত সম্পত্তি না-দাবি নিষ্পত্তি সুপারিশ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর