মুজিববর্ষে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদে চবিতে বিক্ষোভ
১ মার্চ ২০২০ ১৬:৫২ | আপডেট: ১ মার্চ ২০২০ ১৭:০৮
চট্টগ্রাম ব্যুরো: ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ঘিরে আন্দোলনকারীদের ওপর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকদের সাম্প্রতিক হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদ।
রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ থেকে এই ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহীদ মিনার, জয় বাংলা ভাস্কর্য, বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন সরকার তার নতজানু পররাষ্ট্রনীতির কারণে মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে অতিথি করতে চলেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে নিয়ে এই বাংলায় নরেন্দ্র মোদির আগমনকে রুখে দেবে।
চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবীর হোসেন তিতাস ও সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক।
এনআরসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়ন নরেন্দ্র মোদি ভারতে আন্দোলন সিএএ