Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন-তালেবান শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান


১ মার্চ ২০২০ ১৪:৩৫ | আপডেট: ১ মার্চ ২০২০ ১৪:৪৩

ঢাকা: বিশ্বের বৃহত্তর স্বার্থ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর মধ্যে অনুষ্ঠিত শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। ঢাকার পাকিস্তান মিশন রোববার (১ মার্চ) এক বর্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, কাতারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দাওয়াতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কোরেশি মার্কিন-তালেবান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, প্রতীকী অর্থে ও ভাবার্থে আফগানিস্তান ও এর আশপাশের অঞ্চলের জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্ব বহন করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ১৮ বছরের আফগান যুদ্ধের অবসান, যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি সই

শাহ মুহাম্মদ কোরেশি বলেন, এই শান্তি চুক্তিটি আফগানিস্তানে শান্তি ও পুনর্মিলন আনতে মার্কিন ও তালেবানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি এই চুক্তি বাস্তবায়নে কাতারের আমিরের ব্যক্তিগত প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, এই আগ্রগতির পর আফগানিস্তানের নিজেদের মধ্যে আপস-আলোচনা করাটা হবে যুক্তিযুক্ত পদক্ষেপ। তিনি আশাবাদ জানান, আফগানিস্তান এই ঐতিহাসিক সুযোগ গ্রহণ করবে এবং আশপাশের অঞ্চলে দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি আনতে কার্যকরভাবে রাজনৈতিকে সমঝোতায় আসবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি দেওয়ার ওপরও জোর দিয়ে বলেন, পুনর্গঠন ও পুনর্বাসন শুরু করতে আফগানিস্তানের পূর্ণ সমর্থনের প্রয়োজন হবে।

পাকিস্তানে আফগান শরণার্থীদের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে আফগান সরকারকে এই শরণার্থীদের পূর্ণ সম্মানের সঙ্গে দেশে ফিরে নেওয়ার উপযোগী পরিবেশ তৈরিতে সহযোগিতা করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতি, উন্নয়ন ও অর্জনে আফগানিস্তানের জনগণকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, এই শান্তি চুক্তির অগ্রগামিতায় পাকিস্তান তার দায়িত্বের অংশটি পূর্ণভাবে পালন করেছে। পাকিস্তান একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ আফগানিস্তান গঠনে নিজেদের ও প্রতিবেশীদের সঙ্গে শান্তি স্থাপনের সমর্থন অব্যাহত রাখবে।

পাকিস্তানের স্বাগত মার্কিন-তালেবান চুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর