বাবা হচ্ছেন বরিস জনসন, বাগদান সম্পন্ন
১ মার্চ ২০২০ ১২:৫০ | আপডেট: ১ মার্চ ২০২০ ১২:৫৫
আসন্ন গ্রীষ্মেই বাবা হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই সন্তানের মা ৩১ বছর বয়সী ক্যারি সিমন্ডসের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে তার। বরিস-সিমন্ডস দম্পতির ঘোষণার বরাতে রোববার (১ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।
এর আগে, ২০১৯ সালের শেষদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক পোস্টে ক্যারি সিমন্ডস জানিয়েছিলেন, তিনি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করছেন।
এদিকে, ১৭৪ বছরের ইতিহাসে ক্যারি সিমন্ডসই কোনো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সবচেয়ে কম বয়সী সঙ্গিনী বলে জানিয়েছে বিবিসি।
এক ইনস্টাগ্রাম পোস্টে ক্যারি সিমন্ডস জানিয়েছেন, এ বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। এখন তিনি বরিসের সন্তান সম্ভবা।
ক্যারি সিমন্ডস হবেন বরিস জনসনের তৃতীয় স্ত্রী। এর আগে দুই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে তার। ২০১৮ সালে দ্বিতীয় স্ত্রী মারিনা হুইলারের সঙ্গে টাকার বিনিময়ে ডিভোর্স চুক্তি সই করেছেন বরিস জনসন। ১৯৯৩ সালে তাদের বিয়ে হয়েছিল, তাদের রয়েছে চারটি সন্তান।
যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীকে এই সংবাদে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, টনি ব্লেয়ার ও ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সন্তানের বাবা হয়েছিলেন।