Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিক নির্বাচন: বাছাইয়ে টিকলেন রেজাউল-শাহাদাত


১ মার্চ ২০২০ ১২:৫২ | আপডেট: ১ মার্চ ২০২০ ১৬:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতায় টিকলেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ সাত প্রার্থী। দু’জন স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে।

রোববার (১ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। প্রথমেই মনোনয়ন পত্র জমা দেওয়া ৯ মেয়র প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়।

বিজ্ঞাপন

এসময় দাখিল করা নথিপত্র সঠিক থাকায় বিভিন্ন দলের ৭ প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন— আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

স্বতন্ত্র দুই প্রার্থী তানজীর আবেদিন ও খোকন চৌধুরীর জমা দেওয়া ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় গরমিল থাকায় তাদের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে বাদ পড়া প্রার্থীদের জন্য আগামী ৩ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘প্রার্থীদের মধ্যে কেউ ঋণখেলাপি বা বিলখেলাপি আছেন কি না, মামলায় সাজাপ্রাপ্ত কেউ আছেন কি না, ৩০০ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দেওয়ার যে বিধান আছে সেটা প্রার্থীরা সঠিকভাবে দিয়েছেন কি না— এসব বিষয়ই মূলত আমরা যাচাই-বাছাই করেছি। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাত জন প্রার্থীর মনোনয়ন পত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। দু’জন প্রার্থীর দাখিল করার স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা আমরা সঠিক পাইনি। তাই তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

মেয়র পদের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে এখন কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলছে।

গত ২৭ ফেব্রুয়ারি মেয়র পদে ৯ জন, ৪১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন এবং ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ ভোগ্রহণ হবে। এর আগে ৯ মার্চ থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

আওয়ামী লীগ চসিক নির্বাচন রেজাউল করিম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর