Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু


১ মার্চ ২০২০ ১০:১১ | আপডেট: ১ মার্চ ২০২০ ১২:৩৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হানিফ মিয়া (৪৮) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কলেজ গেট এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।

নিহত হানিফ নারায়ণগঞ্জ রুপগঞ্জ উপজেলার থামাছি গ্রামের বুইদ্দা মিস্ত্রীর ছেলে।

র‌্যাব-২ এর ডিএডি আজাদ জানান, রাতে তাদের একটি টহল দল মাসনিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিল। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাদের উদ্দেশে গুলি ছোঁড়া হয়। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালালে হানিফ মিয়া নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ হানিফ মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রোববার ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএডি আজাদ আরও জানান, নিহত হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

টপ নিউজ বন্দুকযুদ্ধে মৃত্যু রাজধানীতে বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর