Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ এগুচ্ছে শেখ হাসিনার দীর্ঘ পরিকল্পনায়: শিক্ষামন্ত্রী


১ মার্চ ২০২০ ০৪:৫৯

বগুড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের মৌলিক অধিকারের ব্যবস্থা করেছে। দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ‘সৈয়দ আহম্মদ কলেজের’ সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলন উৎসবে প্রধান অতিথি’র বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাম্মাদ রওনক জাহান।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ, ২০৩০ সালে টেকসই উন্নয়নের বাংলাদেশ, ২০৪১ সালে উন্নত সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশে। ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষপূর্তি ও ২১০০ সালকে ঘিরে রয়েছে ব-দ্বীপ পরিকল্পনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেই আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান তিনি।

দীপু মনি বলেন, আগে মানুষ বই কেনার ভয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেন না। এখন বছরের শুরুতেই ছেলে মেয়েদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে। মেয়েদের লেখাপড়া করতে তাদের ভাতা দেওয়া হচ্ছে। এ কারণে শিক্ষার হার ক্রমে ক্রমে বেড়েই চলেছে। আমাদের বিশ্বাস ২০২১ সাল নাগাদ ১০০ ভাগ শিক্ষার্থী স্কুলে যাবে।

বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, শতভাগ শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। হাজার স্কুল-কলেজ- মাদরাসা জাতীয়করণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ অন্যান্যরা।

শিক্ষামন্ত্রী দীপু মনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর