করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু
১ মার্চ ২০২০ ০২:৫২ | আপডেট: ১ মার্চ ২০২০ ১১:০০
এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক রোগী মারা গেছেন। মৃত ওই নারী পঞ্চাশোর্ধ্ব এবং ওয়াশিংটনের কিং কাউন্টির বাসিন্দা। তিনি উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ট্রাম্প এ তথ্য দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা থাকলেও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।
চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ৮৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ গেছে প্রায় ৩ হাজারের।
যুক্তরাষ্ট্রে ৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাস যাতে আরও বেশি ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নেওয়া হচ্ছে সর্বোচ্চ সতর্কতা।
মার্কিন নাগরিকদের ইতালি ও দক্ষিণ কোরিয়ার ভাইরাস আক্রান্ত এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। আরও কঠিন করা হয়েছে ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা।
এর আগে আরও এক মার্কিন নাগরিক চীনের উহানেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।