Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা রেখেছেন শেখ হাসিনা, বদলে দিয়েছেন দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী


২৯ ফেব্রুয়ারি ২০২০ ২২:০২

চুয়াডাঙ্গা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দেশ বদলে দেওয়ার অঙ্গীকার করেছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তিনি যথার্থভাবেই দেশকে বদলে দিয়েছেন। এখন আমাদের দেশ সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে। এদেশে জঙ্গি, সন্ত্রাস ও মাদক কারবারীদের অবস্থান কখনই হবেনা। দেশের উন্নয়নের ক্ষেত্রে এগুলো অন্তরায়।’

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজ মাঠে আয়োজিত জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ ফোরামের ব্যবস্থাপনায় এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্থ করতে দেশে জঙ্গি তৎপরতা দেখা দিয়েছিল। আমরা তা প্রতিহত করেছি। ২০১৪ সালে ৯১ দিন দেশে অগ্নি সন্ত্রাস চলেছিল। এদেশের জনগনকে সঙ্গে নিয়ে সেটা আমরা দমন করেছি। এখন দেশে স্থিতিতিশীল অবস্থা বিরাজ করছে।’

সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদকসেবীরা যেন সরকারি চাকরিতে প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও  বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি আলী আজগার টগর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল আযম খান চঞ্চল, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুল হক খান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ দর্শনা পৌর শাখার সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ.এস.এম. ইসরাফিল ও কমিউনিটি পুলিশের আহবায়ক মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

এসময় জেলার ৯০ জন মাদক বিক্রেতা আত্মসমর্পন করেন। তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা না থাকলে তাদেরকে মামলা থেকে রেহাই দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এরা স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইলে সরকার তাদের সহযোগিতা করবে।’

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কার্যক্রম শুরুর জন্য ২০১৯ সালের ২৪ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে। ৪৪ জনবল নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি, বেগমপুর, তিতুদহ ও নেহালপুর ইউনিয়ন এবং দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা, কুড়ুলগাছী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন নিয়ে এ থানার কার্যক্রম শুরু হয়।

আসাদুজ্জামান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক বিক্রেতার আত্মসমর্পন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর