Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: ইরানের সঙ্গে আজারবাইজানের সীমান্ত বন্ধ


২৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪১

ইরান-আজারবাইজার সীমান্ত (ফাইল ফটো)।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর পদক্ষেপ হিসেবে ইরানের সঙ্গে দু’সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করেছে আজারবাইজান।

সবশেষ খবর অনুযায়ী, করোনাভাইরাস আক্রান্ত হয়ে ইরানে এখন পর্যন্ত ৪৩ জন মারা গেছে। যা কিনা চীনের পর করোনায় আক্রান্ত হয়ে সব থেকে বেশি মৃত্যুর ঘটনা। ইরানে মৃত্যুর মিছিল বাড়তে থাকায় প্রতিবেশি আজারবাইজান ভয়াবহ ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে এ পদক্ষেপে নিয়েছে।

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইরান। আশ পাশের অনেক গুলো দেশে দেখা গেছে। আক্রান্তরা ইরান থেকেই বয়ে নিয়ে গেছিলেন কোভিড-১৯ রোগের ভাইরাস- করোনাভাইরাস।

ওদিকে, আজারবাইজান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ফেরত দুই আজারবাইজানি করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার পর তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের ব্যাখ্যা করে বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ এবং করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে নেওয়া অন্য দেশগুলোর অভিজ্ঞতার আলোকে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়াও বলা হয়, ইরান থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনা এবং আজারবাইজানে বসবাসরত ইরানিদের স্বদেশে ফিরে যাওয়ার পদক্ষেপ নেবে সরকার।

দেশটিতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর খোঁজ মেলে ২৮ ফেব্রুয়ারি। শেষ খবর পাওয়া পর্যন্ত, আক্রান্তের সংখ্যা তিন।

ইরান করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর