Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিকারুননিসায় শূন্য আসনে ভর্তি স্থগিত


২৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৪

ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শূন্য আসনে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বাতিল করেছে কর্তৃপক্ষ। আইনি জটিলতার সমাধান হলে নতুন করে শিক্ষার্থী ভর্তি নেবে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভর্তি বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি অধ্যক্ষ ফওজিয়া। তিনি জানান, প্রতিষ্ঠান পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ভর্তি কার্যক্রম বাতিল করায় ভর্তি আবেদনের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ৩ থেকে ১০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখার (বেইলি রোড) কার্যালয় থেকে আবেদনপত্রের ফি অভিভাবকদের ফেরত নিতে বলা হয়েছে। এজন্য মূল প্রবেশপত্র দেখাতে হবে।

এদিকে শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে আগামী ৫ দিনের মধ্যে ফল প্রকাশ করার আহ্বান জানান তারা।

এর আগে, গত ২৪ জানুয়ারি শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা নেয় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। পরে আইনি জটিলতা সৃষ্টি হলে ৩১ জানুয়ারি পরীক্ষার ফল সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর শিক্ষার্থী ভর্তি বন্ধও করা হয়।

ভর্তি ভর্তি স্থগিত ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর