ধর্মভীরু তরুণীদের দিয়ে নাশকতার পরিকল্পনা ছিলো দুই জঙ্গির
২৯ ফেব্রুয়ারি ২০২০ ২০:২৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩০
ঢাকা: ধর্মভীরু তরুণীদের জঙ্গিবাদে জড়িয়ে নাশকতার পরিকল্পনার করছিল নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা। তারা নাশকতার জন্য দেশের বাইরে থেকে অস্ত্র সংগ্রহের কাজও করছিল। গোপন খবরে তাদের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র্যাব এসব তথ্য পেয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে সারাবাংলাকে এসব তথ্য জানান র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী। তিনি জানান, গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পাবনায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সাকিব আল ইমতিহান ও নাজমুস সাদাত ফাহিম। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৪৪টি উগ্রবাদী বই, জঙ্গি প্রশিক্ষণের ট্রেনিং ম্যানুয়েলসহ বিভিন্ন ধরনের উস্কানিমূলক লিফলেট।
‘অনলাইনে তালিম’ নিয়েই জঙ্গিবাদে ‘তারা’
তিনি জানান, গত ৩০ জানুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ ও সিলেটে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আত্মঘাতী দলের চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব বাকি সদস্যদের ধরতে মাঠে নামে। শুক্রবার রাতে ও শনিবার ভোরে পাবনার চরঘোষপুর ও নিউমার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা আনসারুল আল ইসলামের সঙ্গে সরাসরি জড়িত।
মহিউদ্দিন ফারুকী আরও জানান, জঙ্গিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে ধর্মভীরু সহজ-সরল যুবতীদের টার্গেট করে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করেছিল। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে সদস্য বাড়ানোর কাজও করতো।