Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার ৭দিন পর মৃত্যু


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৪

‌বান্দরবান: বান্দরবান সদর উপ‌জেলার রাজ‌বিলা ইউনিয়নে সন্ত্রাসী‌দের গু‌লিতে আহত পাঁচজ‌নের ম‌ধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজন।

শ‌নিবার (২৯ ফেব্রুয়ারি) ভোররা‌তে জামছ‌ড়ির খামারবাড়ী‌তে মারা যান উচ থোয়াই মারমা (৬৫)। তিনি জামছ‌ড়ির সা‌বেক ইউপি সদস্য।

গত ২২ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে অস্ত্রসহ ৮ থে‌কে ১০ জনের সশস্ত্র একদল পাহাড়ি সন্ত্রাসী রাজ‌বিলার জামছ‌ড়ির মুখ পাড়ার এক‌টি দোকা‌নে এলোপাথা‌রি গু‌লি চালায়। এসময় ঘটনাস্থ‌লেই ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি বাচনু মারা যান। ঘটনাস্থলেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু হয়।

এসময় গুলিতে আহত হন সা‌বেক ইউপি সদস্য উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলী‌গ নেতা হ্লামং চিং (৩০), ক্যা‌পোমং (৪৫) ও প্রতিবন্ধী আদাসী (২৬)। গু‌লি‌তে আহত হয়।

স্থানীয়রা জানায়, উচ থোয়াই মারমাকে গু‌লি‌বিদ্ধ অবস্থায় গত ২২ ফেব্রুয়ারি রা‌তে চট্টগ্রাম মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়। তবে এর পরদিনই প‌রিবা‌রের সদস্যরা তা‌কে জামছ‌ড়ি‌তে ফিরিয়ে আনে। সেখানে খামারবাড়ী‌তে ক‌য়েক‌দিন তাকে পাহাড়ী ক‌বিরাজী চি‌কিৎসা দেওয়া হয়। শনিবার ভোররা‌তে অবস্থার অবন‌তি হলে কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম জানান, গু‌লি‌তে আহত হওয়া সা‌বেক ইউপি সদস্যের মৃত্যুর সংবাদ তারা পেয়েছেন।

বান্দরবানের জামছড়ি মৃত্যু সন্ত্রাসীদের গুলি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর