Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহাথির নয়, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইয়াসিন


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৩

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এক সপ্তাহ ধরে চলা নেতৃত্বশূন্যতা কাটাতে এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির রাজা।

গত সপ্তায় মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদে ফের তাকে নাকি আনোয়ার ইব্রাহিমকে নিয়োগ দেবেন রাজা তা নিয়ে বিস্তর আলোচনা চলছিলো। এরিমধ্যে শনিবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন রাজা।

এদিকে শনিবার সকালে মাহাথির মোহাম্মদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী পদে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে আনোয়ার ইব্রাহিমের সমর্থন নিয়ে প্রয়োজনীয় সদস্য সংখ্যা সংগ্রহ করেছেন তিনি। তবে এর কিছুক্ষণ পরই রাজপরিবারের পক্ষ থেকে মুহিউদ্দিন ইয়াসিনকেই নিয়োগ দেওয়া হল।

এর আগে মুহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ায় নাজিব রাজ্জাক সরকারের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজ পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, দেশটির পার্লামেন্টের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠের সদস্যদের মতামতের ভিত্তিতে মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার শপথ নেবেন তিনি।

মাহাথির মোহাম্মদ মুহিউদ্দিন ইয়াসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর