Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুঁকির সর্বোচ্চে কভিড-১৯, মৃতের সংখ্যা ২৯০০ ছাড়িয়েছে


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৮ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৭

প্রাণঘাতি কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বের দুই হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ। চীন থেকে শুরু হওয়া এই সংক্রমণ এখন ছড়িয়েছে পৃথিবীর অন্তত ৫০টি দেশে। যদিও এখনো চীনেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ও সংক্রমিত হয়েছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ায় শুক্রবার একদিনেই ৫৯৪ জন মানুষ করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এরইমধ্যে মারা গছেন ১৭ জন। চীনের বাইরে দক্ষিণ কোরিয়াতেই সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। দেশটির সেনাসদস্যরা বিভিন্ন শহরের আনাচ কানাচ জীবাণুমুক্ত করতে কাজ করছেন।

বিজ্ঞাপন

করোনাভাইরাস থেকে সৃষ্ট এই রোগের প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন ক্ষেত্রে। সৌদি আরবের নাগরিক ছাড়া অন্যদের জন্য ওমরাহ হজ বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো অর্থাৎ কুয়েত, আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমান ছাড়া অন্য দেশের নাগরিকদের পবিত্র শহর মক্কা ও মদিনায় প্রবেশ নিষেধ করা হয়েছে।

করোনাভাইরাস: ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২১০!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার ভয়াবহতা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। পুরো পৃথিবীর জন্যই এটি ক্ষতির কারণ হিসেবে দেখা দিয়েছে।

ইরানেও বাড়ছে করোনায় মৃতের সংখ্যা, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ফলাফল হিসেবে অস্ট্রেলিয়া তার নাগরিকদের ইরান সফরে নিষেধাজ্ঞা দিয়েছে।

অন্যদিকে জাপানের বিখ্যাত চেরিব্লসম উৎসব বাতিল করেছে সরকার। এই উৎসবে প্রচুর জনসমাগম হয়, সেই সঙ্গে উৎসব দেখতে যোগ দেন অসংখ্য পর্যটক। কিন্ত ‍করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন আশং্কা থেকে এই উৎসবও বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

হংকং এর স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এর সঙ্গে লড়তে এক মিলিয়ন ডলার পরিমাণ অর্থ দান করবে তারা। বিভিন্ন দাতব্য সংস্থায় এই অর্থ ভাগ করে দেওয়া হবে।

কভিড-১৯ করোনাভাইরাস চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর