Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ ৬ জনের ‍মৃত্যু


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০৭ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৮

রাজশাহী: রাজশাহীতে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদীপুরে শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহানগরীর দেবিশিংপাড়ার ফজলুর রহমানের ছেলে মোশারেব আলী (৪০), স্ত্রী হাসনারা (৩৫), চার মাসের শিশু আদিব আল হাসান, মুন্নাফের মোড় এলাকার আক্কাস আলী (৪০), মেহেরচণ্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আছিয়া (৩০)।

বিজ্ঞাপন

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথে কাজীপুর এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান।

গুরুতর আহত এক শিশুসহ আরও পাচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারী, শিশুসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

প্রাইভেটকার রাজশাহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর