গণতান্ত্রিক উপায়ে খালেদার মুক্তির চেষ্টা হচ্ছে: ফখরুল
২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩০
ঢাকা: গণতান্ত্রিক উপায়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এ সব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় না, মানববন্ধন করার স্পেস দেয় না। জনগণের আকাঙ্ক্ষাকে দমিয়ে রেখে এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে অসুস্থ খালেদা জিয়াকে আটকে রেখেছে বর্তমান সরকার। বিএনপি চেষ্টা করে যাচ্ছে গণতান্ত্রিক উপায়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে।’