Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভ সমাবেশ বাতিল করেছে বিএনপি


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫১ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০২

ঢাকা: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে নয়াপল্টনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে রোববার (১ মার্চ) ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে আমরা যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলাম তা সারাদেশের জেলা শহরে পালিত হচ্ছে। ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। তারা তীব্র বাধার সুষ্টি করছে। নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে পারছে না। এর প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

এ ছাড়া বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা শহরে সোমবার (২ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’

গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পর দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন, তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীসহ অন্যরা।

বিজ্ঞাপন

খালেদা জিয়া টপ নিউজ বিএনপি বিএনপি চেয়ারপারসন বিএনপির কার্যালয় বিক্ষোভ সমাবেশ রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর