Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালী আমতলী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার


২৯ ফেব্রুয়ারি ২০২০ ০০:৩১

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় সৈকত ওরফে সিপু (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে খরর পেয়ে বনানী থানা পুলিশ এ মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তবে পুলিশের ধারণা ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে বনানী থানার উপ-পরিদর্শক(এসআই) হাবিবুর রহমান সারাবাংলাকে বলেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেওয়া খবরে মহাখালী আমতলী সড়ক থেকে সিপু নামে এক যুবকের মৃতদেহ র্উদ্ধার করা হয়েছে। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃতদেহের বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। সুরতহাল শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আমতলী টপনিউজ মৃতদেহ যুবক

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর