Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুঃসময়ের বন্ধুদের বাদ দিয়ে মুজিববর্ষের উৎসব পালন করতে পারি না’


২৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৫ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪১

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দুঃসময়ের বন্ধুদের বাদ দিয়ে মুজিববর্ষের উৎসব আমরা পালন করতে পারি না। মুজিববর্ষের এই উৎসবকে ভারত প্রতিনিধিত্ব করবে, এটা যেমন স্বাভাবিক বিষয়। তেমনি ভারতকে এই উৎসবের আমন্ত্রণ যদি না করি তাহলে এটা হয় একটা অকৃতজ্ঞা। এটা হয় বন্ধুত্বের প্রতি অবমাননা।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরপুলের সোনারগাঁ রোডে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ার দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

১৯৮৪ সালের এই দিনে ছাত্রমিছিলে তৎকালীন স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজধানীর ফুলবাড়ীয়ায় শহীদ হন ছাত্রনেতা সূর্যসেন হলের ইব্রাহিম সেলিম ও জহুরুল হক হলের কাজী দেলোয়ার হোসেন। দিনটিকে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের দিল্লি শহরে তাদের একটা অভ্যন্তরীণ সংকট চলছে। একথা সত্য পাশের ঘরে আগুন লাগলে সেই আগুনের আচ প্রতিবেশির ঘরে আসে। আমাদের প্রতিবেশি ভারত। তারা আমাদের বিশ্বস্ত বন্ধু। ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক বিরাজ করছে।’

‘আমরা ভারত সরকারকে বলব, আজকে দিল্লিতে যে সংকট চলছে, যে রক্তপাত; আর না বাড়িয়ে এটা তাদের নিজেদের সমস্যা নিজেরা অতি দ্রুত সমাধান করে নেবেন, এটাই আমরা বলতে পারি।’

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘একাত্তর সালের সেই রক্তের অক্ষরে রচিত যে বন্ধুত্ব সেই বন্ধুত্বকে বিসর্জন দিতে পারি না। আজকে বাংলাদেশে মুজিববর্ষের মতো ঐতিহাসিক উৎসব পালিত হবে। এই উৎসবে ভারতকে যদি আমরা বাদ দেই এই উৎসবের আমন্ত্রণ যদি না করি এটা হয় একটা অকৃতজ্ঞা। এটা হয় না। এটা বন্ধুত্বের প্রতি অবমাননা।’

বিজ্ঞাপন

‘কাজেই দুঃসময়ের বন্ধুদের বাদ দিয়ে মুজিববর্ষের উৎসব আমরা পালন করতে পারি না। মুজিববর্ষের এই উৎসবকে ভারত প্রতিনিধিত্ব করবে এটা যেমন স্বাভাবিক বিষয় তেমনি অভ্যন্তরীণ কোনো সংকটে যদি রক্তপাত হয় সে ব্যাপারেও ভারত যাবে নিজেরা আলোচনা করে দ্রুত সমস্যাটির সমাধান করে-এ ব্যাপারে নতুন দিল্লি সরকারের কাছে আহ্বান থাকবে।’-বলেন ওবায়দুল কাদের।

এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা নাগরিক সমস্যা নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গণশুনানির আয়োজন করবে বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন শহীদ ছাত্রনেতাদের সহযোদ্ধা ডা. মোহাম্মদ ওয়াদুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মমতাজ উদ্দিন মেহেদী ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার।

ওবায়দুল কাদের টপ নিউজ ভারত মুজিববর্ষ মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর