কাজ শুরু হয়েছে গ্যাস লাইন লিকেজ হয়ে ফেটে যাওয়া সড়কে
২৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:১২
ঢাকা: অবশেষে মেরামত কাজ শুরু হয়েছে রাজধানীর ঝিগাতলার মিষ্টির দোকানের মোড় সড়কে গ্যাস লাইন লিকেজ হয়ে ফেটে যাওয়া রাস্তাটির।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিতাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মো. জাকির হোসেনের নেতৃত্বে রাত ৮টার দিকে মেরামতের কাজ শুরু হয়।
ঝিগাতলায় গ্যাসলাইন লিকেজ হয়ে সড়কে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা
মো. জাকির হোসেন বলেন, ‘লাইনটি অনেক পুরনো হওয়ায় এবং সিটি করপোরেশন উন্নয়ন কাজের সময় হয়তো পাইপের ওপরে থাকা লেভেলটি কেঁটে ফেলে। তার কারণে পাইপটি ফেটে যায়। তবে রাস্তা খুঁড়ে পাইপটি দেখার পর বলা যাবে প্রকৃত সমস্যা কি ছিল।
এর আগে শুক্রবার দুপুর একটার দিকে সড়কটিতে গ্যাস লাইন লিকেজ হয়ে ফাটলের সৃষ্টি হয়।