মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ পরিদর্শনে কামাল আবু নাসের
২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৮
ঢাকা: লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আগামী ১৭ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠিত হবে। তার আগে মঞ্চ, প্যাণ্ডেল ও অন্যান্য স্থাপনা নির্মাণের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মোমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেখটেন্যান্ট জেনারেল ড. মো. মাহফুজুর রহমান, এয়ার ভাইস মার্শাল এম সাঈদ হোসেন, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলমসহ বাস্তবায়ন কমিটি, সেনা, বিমান, নৌবাহিনী, সংশ্লিষ্ট দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানস্থলে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে দেওয়া প্রেজেন্টেশন শেষে আগামী ১০ই মার্চের মধ্যে প্রস্তুতি শেষ হবে বলে জানানো হয়েছে।