ব্রিটিশ পার্লামেন্টের নিচে পাওয়া গেল গোপন প্রবেশ পথ
২৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৭
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নিচে পাওয়া গেছে ১৭ শতাব্দীতে তৈরি গোপন প্রবেশপথ। ২৬ ফেব্রুয়ারি পার্লামেন্ট নতুন এই দরজার খোঁজ পাওয়ার বিষয়টি সবাইকে অবহিত করে। পার্লামেন্ট জানায়, এটা ১৬৬১ সালে তৈরি করা হয়েছিল রাজা দ্বিতীয় চার্লসের রাজ্যাভিষেকের জন্য।
সিএনএন এর খবরে বলা হয়, পার্লামেন্টের আর্কিটেকচার অ্যান্ড হেরিটেজে বিভাগের নেয়া দীর্ঘমেয়াদি সংস্কার প্রকল্পের কাজের অংশ হিসেবে দরজাটির অস্তিত্ব আবিষ্কার হয়েছে।
প্রকল্পটির ইতিহাস বিষয়ক পরামর্শক প্রফেসর লিজ হ্যালাম স্মিথ এক বিবৃতিতে বলেন, ‘সুইন্ডনের ঐতিহাসিক ইংল্যান্ড আর্কাইভে আমরা প্যালেস সংশ্লিষ্ট ১০ হাজারের বেশি নথিপত্র ঘাঁটছিলাম যেগুলো এখনও তালিকাভুক্ত হয় নি। এগুলোর মধ্যে আমরা ওয়েস্টমিনিস্টার হলের পেছনে প্রবেশপথের নকশা খুঁজে পাই।’
পরে আর্কিটেকচার অ্যান্ড হেরিটেজ টিম সাড়ে এগারো ফুট উঁচু দুটি কাঠের দরজার অবস্থান শনাক্ত করতে সমর্থ হয়। আর দুই দরজার মাঝে পাওয়া যায় ছোট্ট একটি ঘর। ‘
ঘরটি মূলত ছিল বড় একটি সুড়ঙ্গপথের অংশ যেটা দিয়ে হাউস অব লর্ডস থেকে রাজা-রানি’র দরবারে যাওয়া যেতো।
ওয়েস্টমিনিস্টার শহরে টেমস নদীর তীরে ব্রিটিশ সরকারি কমপ্লেক্সের একটি অংশ হলো হাউস অব কমন্স। এর পাশাপাশি পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস- দুটোই পার্লামেন্ট ভবনে অবস্থিত। এ ভবনটি পর্যটকদের কাছে অধিকতর সুপরিচিত হলো বিশাল আকৃতির ‘বিগ বেন’ ঘড়ির জন্য।
এ ভবন থেকে কয়েক মিনিটের পায়ে হাঁটা দূরত্বে হলো ১০ নম্বর ডাউনিং স্ট্রিট যেটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি নিবাস।