Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরে পুলিশে সোপর্দ, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫২

যশোর: জেলার মণিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক ওরফে কেরু নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বেগারিতলায় এ বন্দুকযুদ্ধে হয় বলে দাবি পুলিশের। নিহত নুরুল হক কেরু মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামের মৃত মাজেদ গাজী বক্সের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়াখালি এলাকায় ইজিবাইক ছিনতাইকালে নুরুল হককে আটক করে স্থানীয়রা। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছিল।

বিজ্ঞাপন

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনও থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল হক একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলাসহ ১৩টি মামলা রয়েছে। থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কেরু তার সহযোগী ও অস্ত্রের তথ্য দেন। এরপর দিবাগত রাত তিনটার দিকে তাকে নিয়ে মণিরামপুর উপজেলার বেগারিতলায় অভিযানে যায় পুলিশ।

ফেনীতে গুলিতে নিহত ২, পুলিশ বলছে ‘ডাকাত’

‘কেশবপুর ও মণিরামপুর থানার যৌথ টিম তাকে নিয়ে বেগারিতলার সর্দারবাড়ি নার্সারির সামনে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে নুরুল হকের সহযোগীরা। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন নুরুল হক কেরু। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়’, বলেন ওসি।

থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বন্দুকযুদ্ধ মণিরামপুর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর