Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৮২ হাজার, মৃত্যু ২৮০৮ জনের


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:০০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৯

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে কাবু হয়েছে ৪৭টিরও বেশি দেশ। ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮২ হাজারেরও বেশি, মারা গেছেন অন্তত ২৮০৮ জন। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক তথ্যে এ হিসেব পাওয়া যায়।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের অধিকাংশই চীনের নাগরিক। দেশটিতে সর্বমোট ৭৮ হাজার ৪৯৭ জন ভাইরাসে আক্রান্ত ও ২৭৪৪ জন মারা গেছেন।

ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় ভাইরাস ছড়াচ্ছে দ্রুত। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। মারা গেছেন ১৭ জন। ইউরোপের অন্তত ১১টি দেশে ছড়িয়েছে এই করোনাভাইরাস।

ইরানে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। তাই মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা সেখানে দাঁড়িয়েছে ২৪৫ এ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ ইরানি নাগরিক।

এদিকে দক্ষিণ কোরিয়ায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দু হাজা ছাড়িয়ে ২০২২ জন হয়েছে। দ্য সাউথ কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, দেশটিতে ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৩।

উহান করোনাভাইরাস চীন বিশ্বব্যাপী করোনাভাইরাস