Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আতঙ্কে ইরানে জুমার জামাত বাতিল


২৭ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৮

ইরানের রাজধানী তেহরানসহ অন্যান্য অঞ্চলে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের সকল জামাত বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের আধাসরকারি একটি সংবাদ সংস্থার বরাতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

এর আগে, ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ১০০ থেকে ২৫৪ তে পৌঁছেছে। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন।

বিজ্ঞাপন

এদিকে, মধ্যপ্রাচ্যে কভিড-১৯ সংক্রমণের কেন্দ্রবিন্দু ধরা হচ্ছে ইরানকে। আক্রান্তের সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে এখানে বাড়ছে ওই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও।

অন্যদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের পক্ষ থেকে ভ্রমণ ও ওমরাহ হজের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, কভিড-১৯ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার কারণে ইরান এক বিরল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সকল এয়ারলাইনস ইরানে যাত্রী পরিবহন স্থগিত করেছে। এমনকি ইরানের নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতকে ট্র্যাভেল ট্রানজিট হিসেবেও ব্যবহার করতে পারছেন না।

আরও পড়ুন – করোনা আতঙ্কে বন্ধ ওমরাহ হজের ভিসা

ইরান কভিড-১৯ করোনাভাইরাস জুমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর