Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়া চিকিৎসার অনুমতি দিচ্ছেন না, এটা অস্বাভাবিক’


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৩

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার অনুমতি না পাওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করতে পারছেন না। খালেদা জিয়া অসুস্থ হলে চিকিৎসার জন্য অনুমতি দেবেন সেটাই স্বাভাবিক, কিন্ত তিনি সেটা দিচ্ছেন না। এটাকে তার দিক থেকে অস্বাভাবিকতা মনে হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে নিজের সরকারি আবাসিক অফিসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার জামিনের আবেদন নাকচ করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এর আগে আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের আবেদন করা হলে কিছু পর্যবেক্ষণ দিয়ে আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছিলেন। তারপরও খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্ট বিভাগে জামিনের আবেদন করেছেন। আদালত অত্যন্ত গভীরভাবে দেখার পরেই আইনি যে সিদ্ধান্তে সেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এখানে কিছু বলার নেই।’

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘বিএনপি থেকে অনেক কিছুই দাবি করা হয় যা অযৌক্তিক। সেগুলোর জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। সে গুলোর বিচার আপনারা করবেন, জনগণ করবেন।’

খালেদা জিয়ার জামিন আবেদন ফের খারিজ

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন খারিজ করে দিয়েছেন আদালত। হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহুরুল হকের বেঞ্চ এ আদেশ দেন। আদালত জামিন খারিজ করে দিয়ে বলেন, ‘বিএসএমএমইউতেই খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া সম্ভব। তাছাড়া খালেদা জিয়া বন্দি ও দন্ডপ্রাপ্ত আসামি। একজন সাধারণ মানুষের মতো তিনি সব সুযোগ-সুবিধা পাবেন না।’

বিজ্ঞাপন

অনুমতি আইনমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জামিন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর