ফের বাড়লো বিদ্যুতের দাম
২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:২২
ঢাকা: দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে ফের গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এছাড়া পাইকারি ও সঞ্চালন পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ফলে বিদ্যুতের সব ধরনের গ্রাহককেই নতুন দর অনুযায়ী বাড়তি টাকা গুণতে হবে। আগামী মার্চ থেকে বিদ্যুতের নতুন এই দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিইআরসি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বিদ্যুতের দাম বাড়ানোর তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুতের দাম গ্রাহক ও সঞ্চালন পর্যায়ে ৫ দশমিক ৩ শতাংশ এবং পাইকারিতে ৮ দশমিক ৪ শতাংশ বাড়ানো হয়েছে।
বিইআরসি’র তথ্য অনুযায়ী, গ্রাহক পর্যায়ে খুচরা বিদ্যুতের দাম ছিল প্রতি ইউনিট ৬ টাকা ৭৭ পয়সা। ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিটের দাম করা হয়েছে ৭ টাকা ১৩ পয়সা।
অন্যদিকে, পাইকারি পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ছিল ৪ দশমিক ৭৭ টাকা। ৮ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে প্রতি কিলোওয়াটের দাম পুনর্নিধারণ করা হয়েছে ৫ দশমিক ১৭ টাকা।
আর সঞ্চালন পর্যায়ে প্রতি ইউনিটের সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ ০ দশমিক ২৭৮৭ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ০ দশমিক ২৯৩৪ টাকা। এ পর্যায়ে খরচ বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের পাইকারি মূল্যহার বাড়ানোর জন্য ২০১৯ সালের ১৫ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বাড়ানোর জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) একই বছরের ২০ অক্টোবর বিইআরসি’তে আবেদন করে।
এছাড়া বিদ্যুৎ বিতরণ কোম্পানি বা সংস্থা হিসেবে সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম পরিবর্তনের জন্য গত বছরের ২২ অক্টোবর বিউবো, ২১ অক্টোবর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ২৩ অক্টোবর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ২০ অক্টোবর নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কমিশনে আবেদন করে।
এসব আবেদন পরীক্ষা-নিরীক্ষা শেষে গত বছরের ২৮ নভেম্বর এবং ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত গণশুনানি গ্রহণ করে বিইআরসি। এরপর সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে কমিশন খুচরা, পাইকারি ও সঞ্চালন— তিন পর্যায়েই বিদ্যুতের দাম পুনর্নিধারণ করেছে। গণশুনানির ৯০ দিনের মধ্যেই সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত জানানোর বিধান রয়েছে। সে হিসাবে গণশুনানির পর ৯০ দিন পূর্ণ হওয়ার সপ্তাহখানেক আগেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিলো বিইআরসি।
এর আগে, ২০১৭ সালের ২৩ নভেম্বর সব শেষ বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। ওই সময় গ্রাহক নির্বিশেষে গড়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় প্রতি ইউনিটে ৩৫ পয়সা, যা শতাংশের হিসাবে ৫ দশমিক ৩ শতাংশ। এতে করে ৬ টাকা ৫০ পয়সা থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়ে হয় ৬ টাকা ৮৫ পয়সা। ওই বছরের ডিসেম্বর থেকে এ দাম কার্যকর হয়। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়েছিল।