প্রত্যাশিত রায় না হলে রাজপথে নামব: হাফিজ
২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৩
ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় প্রত্যাশিত না হলে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় মেজর হাফিজ বলেন, ‘রায় প্রত্যাশিত না হলে কী হবে? এর উত্তর বিএনপির অনেকেরই জানা নেই। কিন্তু আমার কাছে এর উত্তর আছে। বিএনপি এখনও কার্যকরভাবে রাজপথে নামেনি। কিন্তু আমি, আব্দুল্লাহ আল নোমানসহ আরও বেশকয়েকজন নেতাকর্মী হাইকোর্টের সামনে একবার নেমেছিলাম। আগামী দিনেও নামব, বিএনপি নেতারা হুমুক না দিলে নামব। এই সরকারের পতনের দাবিতে যারা নামবে আমি তাদের সঙ্গে আছি।’
হাফিজ বলেন, ‘কাঁঠালের যেমন আমসত্ত্ব হয় না, তেমনি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে বা তাদের নিয়ন্ত্রণাধীন বিচার বিভাগের কাজ থেকে সুবিচার আশা করা যায় না।’
তিনি বলেন, ‘দুঃখের বিষয়, অনেক কথা মিডিয়ার সামনে বলা যায় না। যাদের প্রচুর টাকা পয়সা, ধন-দৌলতের অভাব নেই তারা কীভাবে আন্দোলন করবে? আন্দোলনের জন্য সৎ ব্যক্তি প্রয়োজন।’
নেতাকর্মীদের উদ্দেশে হাফিজ বলেন, ‘আজকে যদি নেতরা ব্যর্থ হয়, আমরা ব্যর্থ হই তাহলে আপনার যারা আছেন তারা রাস্তায় নামেন। আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিরা আছে আপনাদের সঙ্গে।’
বিএনপি এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘আজকে দেশবাসী আশা করে, বিএনপি আন্দোলন-সংগ্রামে নামবে। জনগণ আশা করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা রাজপথে নামবে। যেকোনো কারণেই হোক হচ্ছে না।’
তিনি বলেন, ‘সিটি নির্বাচনের বিএনপির দুই প্রার্থীর পেছনে জনতার ঢল নেমেছিল। যাদের ৫% ভোট নাই তারা কারচুপি তারা করবে সেটা তো জানা কথা। তবে কেন আমরা আন্দোলনের প্রস্তুতি নিলাম না? কেন নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে ঢাকার আকাশ আকাশ বাতাস কম্পিত হলো না? এই নির্বাচনে বিএনপির সাহসী কর্মীরা নিশ্চয়ই নামতো। কিন্তু নীরবে-নিভৃতে বাড়ি করে চলে গেলাম আমরা।’
তিনি আরও বলেন, ‘আমি হতাশ হওয়ার মতো কোনো কথা বলতে চাই না। কারণ বিজয় আমাদের অবশ্যম্ভাবী। এই দেশবিরোধী সরকার টিকতে পারে না। আমাদের শুধু রাস্তায় নামতে হবে।’
সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।