দিল্লিতে সংঘাত অব্যাহত, প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪
২৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৬
সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষ চলছে চারদিন ধরে। সহিংসতায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু ও ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
উত্তরপূর্ব দিল্লিতে পরিস্থিতি সবচেয়ে ভয়ানক। সেখানের ভজনপুরা, মাজুপুর, কারওয়াল নগরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দেওয়ার কয়েক ঘণ্টা পরে এসব হামলা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন তোপের মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে ‘শান্তি’ ও ‘ভাতৃত্ববোধ’ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
দিল্লি পুলিশ সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে ১০৬ জনকে গ্রেফতার করেছে, দাখিল করেছে ১৮টি এফআইআর। পুলিশের দাবি পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হিন্দু ও মুসলিম উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে দিল্লির মানুষের হাতে এখন দুটি সুযোগ, একসঙ্গে পরিস্থিতির উন্নতি ঘটানো অথবা একজন-অন্যজনকে হত্যা করা।
রাস্তায় সেনাবাহিনী নামানোরও দাবি তুলেছেন কেজরিওয়াল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী তা নাকচ করেছেন।
দিল্লিতে সংঘর্ষ নাগরিকত্ব আইন নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলন সংঘাত সিএএ