Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৫ জনের মৃত্যু


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে অ্যালকোহল-জাতীয় পানীয় প্রতিষ্ঠান মোলসন কোরস ব্রিউয়িং কোম্পানিতে বন্দুক হামলা হয়েছে। এই ঘটনায় মারা গেছেন পাঁচজন। আত্মহত্যা করেছেন বন্দুকধারী (৫১) নিজেও। খবর বিবিসির।

স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মিলওকিতে এই বন্দুক হামলা চালানো হয়। তখন শত শত কর্মী প্রতিষ্ঠানে কাজ করছিলেন। হামলার কারণ জানা যায়নি।

মিলওকি মেয়র টম ব্যারেট এই হামলাকে শহরের জন্য মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। শহরের পুলিশপ্রধান আলফোনসো মোরালেস জানান, নিহতদের সবাই কোম্পানির কর্মচারী। হামলার সময় সাহসিকতার সঙ্গে দায়িত্বপালন করায় এফবিআই ও দমকলকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে দেওয়া এক বক্তব্যে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি হামলাকারীকে ‘পাপিষ্ঠ’ ও ‘খুনি’ বলে অভিহিত করেন।

বন্দুক হামলা মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর