মগবাজারে বাসার গ্যারেজে আগুন, ৩ মরদেহ উদ্ধার, ৫ জন হাসপাতালে
২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৭
ঢাকা: রাজধানীর মগবাজারে দিলু রোডে একটি বাসার গ্যারেজে আগুন লাগায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার মো. এরশাদ এ তথ্য জানিয়েছেন।
এরশাদ জানান, আগুনে দুইজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও তিনজন। এই পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন শহিদুল ইসলাম (৪০)। তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ আরেকজন শহিদুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।
এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি আছেন তিনজন। এরা হলেন সুমাইয়া আক্তার (৩২), তার ছেলে মাহাদী (৯), মাহমুদুল হাসান (৯ মাস)।
ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, হাসপাতালে পাঁচজন ভর্তি আছেন। তিনজনের মরদেহও মর্গে রাখা হয়েছে।
নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।