রাজধানীর সবুজবাগে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১৬
ঢাকা: রাজধানীর সবুজবাগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর আহমেদ (২৮) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী সাদিয়াল হোসেন জয় (১৭)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবুজবাগ থানার উপপরিদশর্ক (এসআই) মফিজুল ইসলাম জানান, বিকেলে সবুজবাগ থানাধীন খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ইউটার্নে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালকই আহত হয়। পরে সাগরকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত জয়কে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছে।
তিনি জানান, সাগরের পিতার নাম আসাদুল্লাহ। থাকত ১৫৭ নং দক্ষিণ মুগদায়। সে পড়ালেখা করতো। পরিবারের আবেদনে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জয়ের শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। তাকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তার বাসা খিলগাঁও মাদারটেক। বাবার নাম জানু মিয়া।